Wellcome to National Portal

১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত দেশের সর্বত্র জাটকা ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, বিনিময় ও ক্রয়-বিক্রয় এবং অবৈধজালের ব্যবহার দন্ডনীয় অপরাধ”এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক) মৎস্য ও চিংড়ি চাষী এবং উদ্যেগতাদের উন্নত প্রযুক্তি ভিত্তিক মাছ ও চিংড়িচাষের পরামর্শ ওপ্রশিক্ষ প্রদান।

খ) মুক্ত জলাশয় মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমাজ ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা এবং মৎস্য সরংক্ষন  আইন বাস্তবায়ন।

গ) উন্নত জাতের পোনা সহ মাছ  ও চিংড়ি চাষের বিভিন্ন উৎপাদনের উপকরন ও সংগ্রহ ও সরবরাহের সহযোগীতা প্রদান।

ঘ) উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্য উপাত্ত সংগ্রহ  এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরন করা।

ঙ) মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের অধিনে গৃহিত কার্যক্রম বাস্তবায়ন।

চ) মৎস্য ও মাননিয়ন্ত্রন ব্যবস্থপনা কার্যকর করার লক্ষ্যে মাছ ও চিংড়ি চাষে অনুমোদিত দ্রাব্যের ব্যবহার বন্ধের চাষীদের উব্দুদ্ধ করণ। এবং সংক্রামনের উৎস্য সনাক্ত করণ।

ছ) চিংড়ি অবতরন কেন্দ্র/ ডিপো পরিদর্শন সেগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষার উদ্বুদ্ধ করণ।

জ) জনগণকে উন্নত প্রযুক্তি ব্যবহারে মাছ চাষের উদ্বুদ্ধ করন।

ঞ) মৎস্য ও চিংড়ি চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সম্প্রসারণ সামগ্রী। চাষী ও মৎস্যজীবীদের মধ্যে বিতরণ।