Wellcome to National Portal

০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ০১ বছর থেকে সর্বোচ্চ ০২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক) মৎস্য ও চিংড়ি চাষী এবং উদ্যেগতাদের উন্নত প্রযুক্তি ভিত্তিক মাছ ও চিংড়িচাষের পরামর্শ ওপ্রশিক্ষ প্রদান।

খ) মুক্ত জলাশয় মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমাজ ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা এবং মৎস্য সরংক্ষন  আইন বাস্তবায়ন।

গ) উন্নত জাতের পোনা সহ মাছ  ও চিংড়ি চাষের বিভিন্ন উৎপাদনের উপকরন ও সংগ্রহ ও সরবরাহের সহযোগীতা প্রদান।

ঘ) উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্য উপাত্ত সংগ্রহ  এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরন করা।

ঙ) মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের অধিনে গৃহিত কার্যক্রম বাস্তবায়ন।

চ) মৎস্য ও মাননিয়ন্ত্রন ব্যবস্থপনা কার্যকর করার লক্ষ্যে মাছ ও চিংড়ি চাষে অনুমোদিত দ্রাব্যের ব্যবহার বন্ধের চাষীদের উব্দুদ্ধ করণ। এবং সংক্রামনের উৎস্য সনাক্ত করণ।

ছ) চিংড়ি অবতরন কেন্দ্র/ ডিপো পরিদর্শন সেগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষার উদ্বুদ্ধ করণ।

জ) জনগণকে উন্নত প্রযুক্তি ব্যবহারে মাছ চাষের উদ্বুদ্ধ করন।

ঞ) মৎস্য ও চিংড়ি চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সম্প্রসারণ সামগ্রী। চাষী ও মৎস্যজীবীদের মধ্যে বিতরণ।